logo
ads

সাবেক স্ত্রীর সঙ্গে জোরপূর্বক রাত্রীযাপন, হত্যাকাণ্ড: র‌্যাব ৯ জনকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পি.এম
সাবেক স্ত্রীর সঙ্গে জোরপূর্বক রাত্রীযাপন, হত্যাকাণ্ড: র‌্যাব ৯ জনকে গ্রেপ্তার

সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে দুলাল হোসেন (৩৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাব ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা রয়েছেন। র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন মঙ্গলবার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুলাল হোসেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের জব্বর মালের ছেলে। নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুলাল হোসেনের সঙ্গে ফাতেমা আক্তার সিনথিয়ার বিয়ে হয়েছিল ছয় মাস আগে। তাদের সংসারে দুলাল বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এসময় ফাতেমার সঙ্গে প্রবাসী আবুল হাসেম পরিচয় হয় এবং পরবর্তীতে তারা পরকীয়া ও বিয়ে সম্পন্ন করেন।
ফাতেমা ও তার বর্তমান স্বামী হাসেম জানিয়েছে, দুলাল ডিভোর্স না মেনে নিয়মিত ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক রাত্রীযাপন করতেন। অভিযোগ অনুযায়ী, হত্যার দিন দুলাল ফাতেমার বাসায় গেলে তার জুসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেওয়া হয়। দুলাল ঘুমিয়ে পড়লে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়। পরে মরদেহ লালমাই রেললাইনের পাশে ফেলে মরদেহ গুমের চেষ্টা করা হয়।

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ৭ জনের মধ্যে রয়েছেন:
মো. ফারুক (৪৫), দেবিদ্বার উপজেলার চুলাস গ্রামের মৃত আয়াত আলীর ছেলে
মোফিজুল ইসলাম (৪৫), একই উপজেলার আতাপুর গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে
তাজুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে
ফাতেমা আক্তার সিনথিয়া (১৯), নুর মানিকচর গ্রামের ফারুকের স্ত্রী
মরিয়ম (৩৭), নুর মানিকচর গ্রামের ফারুকের স্ত্রী
রুবেল আহাম্মেদ (৩৯), লালমাই উপজেলার জগতপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে
আবুল হাসেম (৩৪), লাকসাম উপজেলার পূর্ব বেরুল গ্রামের নুরুল হকের ছেলে
এর আগে লাকসাম রেলওয়ে পুলিশ জহির ও খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছিল।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ গুমের কাজে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে। আসামিদের লাকসাম রেলওয়ে থানার কাছে হস্তান্তর করা হবে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, “মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত আছে। গ্রেপ্তারদের আইনি ব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ